৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম মহানগর কমিটির অধীনে বাকলিয়া থানা কমিটির সম্মেলন ও অভিষেক অনুষ্ঠান

প্রকাশিত এপ্রিল ১, ২০২৩
চট্টগ্রাম মহানগর কমিটির অধীনে বাকলিয়া থানা কমিটির সম্মেলন ও অভিষেক অনুষ্ঠান

Sharing is caring!

নিউজ ডেস্ক:

যতমত ততপথ হিন্দু স্বার্থে একমত এই স্লোগানকে ধারন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম মহানগর কমিটির অধীনে বাকলিয়া থানা কমিটির সম্মেলন ও অভিষেক অনুষ্ঠান ৩১ মার্চ ২০২৩ শুক্রবার সকাল ১০ ঘটিকায় শাহআমানত সেতু সংযোগ সড়কস্থ কুইন্স কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি দুই পর্বের মধ্যে ১ম পর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌ: নীপেশ রঞ্জন হোর এর সভাপতিত্বে প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতকা ও দলীয় পতাকা উত্তোলন। পবিত্র শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন সহ- ছাত্রবিষয়ক সম্পাদক অনিমেষ আচার্য্য । নবগঠিত বাকলিয়া থানা কমিটির সকল সদস্যদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন

চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি সুপ্তি তলাপাত্র ও সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্য্য এবং শপথনামা পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ আচার্য্য। ২য় পর্বে বাকলিয়া থানার সভাপতি ডাঃ লিটন বিশ্বাস এর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্মসাধারণ সম্পাদক বিশাল আচার্য্য। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটি নির্বাহী সভাপতি এড. দীনবন্ধু রায়, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এ্যাড. অচ্যুতানন্দ ঘরামী, আর্শীবাদক চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়কারী এস কে আচার্য্য, বিশেষ বক্তা ছিলেন বিভাগীয় কমিটির যুগ্ম-সম্পাদক পলাশ কান্তি নাথ, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সুজিত দাশ, সম্মানিত অতিথি ছিলেন বিভাগীয় কমিটির নির্বাহী সভাপতি হরিনারায়ন ভট্টাচার্য্য,দয়াল সামন্ত সহ-সাধারণ সম্পাদক,, অরবিন্দ ধর আন্তজার্তিক বিষয়ক সম্পাদক, তাপস কুমার ধর সহ আইন বিষয়ক সম্পাদক, মিন্টু দে সহ-প্রচার সম্পাদক। তমিত রায় পৌরহিত, সাংগঠনিক সম্পাদক মহানগর কমিটি , বাবলু আচার্য্য অর্থ-সম্পাদক, ডা. অপূর্ব ধর কার্যকরী সদস্য(১)। স্বাগত বক্ত্যব রাখেন টুটুল মহাজন, সাধারণ সম্পাদক বাকলিয়া থানা কমিটি। এতে আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা হিন্দু মহাজোটের যুগ্ম সম্পাদক স্বপন মল্লিক, চট্টগ্রাম জেলা ছাত্র মহাজোটের সভাপতি ডা. প্রত্যয় চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক কৃষ্ণ পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় তরী, হৃদয় দাশ চট্টগ্রাম মহানগর ছাত্র মহাজোটের প্রতিষ্ঠাতা সভাপতি,তুষার মজুমদার সভাপতি বাগিশিক বাকলিয়া থানা, সুমিত চক্রবর্ত্তী, সি. সহ- সভাপতি বাগিশিক বাকলিয়া থানা,ছাত্র মহাজোট কর্ণফুলি থানা যুবমহাজোট চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে টিভি ও বেতার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়। দুপুরে সকলের মাঝে অন্নপ্রসাদ বিতরন করা হয়।প্রধান অথিতির বক্তব্যে এড.দীনবন্ধু রায় বলেন বাংলাদেশে একটি মাত্র সংগঠন সনাতনীদের অধিকার নিয়ে কথা বলে সেটি হিন্দু মহাজোট।চট্টগ্রাম হিন্দু মহাজোটের যেটা বিরাজমান সমস্যা আজ সেটা আমরা ঠিক করে দিয়েছি।এটা নিয়ে আর কেউ যেন বিভ্রান্ত না ছড়ায়।চট্টগ্রাম বিভাগীয় কমিটির মাধ্যমে চট্টগ্রামের প্রতিটি অঞ্চলে হিন্দু মহাজোটের কার্যক্রম ছড়িয়ে পড়বে দুর্বার গতিতে।