২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিআরবি রেলওয়ে হাসপাতালকে মন্ত্রণালয় পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের বিরুদ্ধে রেল শ্রমিকলীগের বিক্ষোভ প্রতিবাদ ও স্মারক লিপি প্রদান

প্রকাশিত এপ্রিল ১, ২০২৩
সিআরবি রেলওয়ে হাসপাতালকে মন্ত্রণালয়  পরিবর্তনের  সিদ্ধান্ত বাতিলের বিরুদ্ধে রেল শ্রমিকলীগের বিক্ষোভ প্রতিবাদ ও স্মারক লিপি প্রদান

Sharing is caring!

চট্টগ্রাম মহানগর

রেলওয়ে হাসপাতাল চট্টগ্রাম সহ অন্যান্য হাসপাতাল সমূহকে অন্য কোন মন্ত্রণালয় বা দপ্তরে হস্তান্তর করে রেল হাসপাতালকে ধ্বংসের যে পায়তারা চলছে তা রেলওয়ে শ্রমিক লীগ বরদাস্ত করবে না। অবিলম্বে চিকিৎসক ও নার্স সহ সকল শূন্য পদে জনবল নিয়োগ দিয়ে রেলওয়ে হাসপাতাল চট্টগ্রামকে আধুনিকায়ন করতে হবে এবং রেলকর্মী সহ তাদের সন্তানদের উন্নত চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করতে রেলওয়ে প্রশাসনকে হাসপাতালের প্রতি সুনজর দিতে হবে। হাসপাতালে ভর্তিকৃত সকল রেলকর্মী ও সন্তানদের বিনামূল্য খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল চট্টগ্রাম অদ্যবধি রেল কর্মচারীগণ চিকিৎসা সেবা ও ঔষুধপত্র সংগ্রহ করে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। কিন্তু কতিপয় আমলারা একত্রে হয়ে সরকারকে জনগণের মুখোমুখি করার জন্য একটি বির্তকিত সিদ্ধান্ত দিয়ে রেলওয়ে হাসপাতাল চট্টগ্রামকে অন্য মন্ত্রণালয়ে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। অন্যথায় রেলওয়ে শ্রমিক লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

অদ্য সকাল ১১টায় রেলওয়ে হাসপাতাল চট্টগ্রাম হতে এক বিক্ষোভ মিছিল রেলওয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সিআরবিতে গিয়ে জি এম কার্যালয়ে প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেল শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শেষে রেলওয়ে জিএম পূর্বের মাধ্যমে রেল সচিবকে স্মারক লিপি প্রদান করেন।

এসময় জিএম পূর্বের পক্ষে অতিরিক্ত মহাব্যবস্থাপক স্মারক লিপি গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে ষ্টেশন মাষ্টার এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি মোখলেছুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক ইমাম হোসেন উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক জাকারিয়া পিন্টু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ বিন জাফর ও নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এসএমজাহাঙ্গীর,সহ-সাংগঠনক সম্পাদক শেখ জামাল আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক গাজী মোঃশাহজাহান, মহিলা বিষয়ক সম্পাদক শচী দেবনাথ, সদর দপ্তর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দীন মোল্লা, পাহাড়তলী কারখানার সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।