
চাটখিলে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল চালকের
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল-রামগঞ্জ সড়কের মাকরাজ মসজিদ রোডের মাথায় পাকা রাস্তার উপর দূর্ঘটনায় হ্যান্ড ট্রলির চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে চাটখিল বাজারের মেসার্স রুহুল আমিন ট্রের্ডাস থেকে হ্যান্ড ট্রলিতে করে রোড নিয়ে সোনাইমুড়ী যাওয়ার পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ট্রলিতে অতিরিক্ত রোড বোঝাই করায় ট্রলির সামনের অংশ ভেঙ্গে যায়। এতে ট্রলির পিছনে থাকা রড চালক আলমগীর হোসেন (৩৫) এর মাথার পিছন দিক থেকে ডুকে সামনে দিয়ে বের হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আলমগীর নেত্রকোনার বারহাট্রা থানাধীন শিবনা গ্রামের মৃত. মনির হোসেনের ছেলে। তিনি চাটখিল পৌরসভাধীন ভীমপুরের মোস্তাফিজুর রহমানের ভাড়াটিয়া ছিলেন।
চাটখিল থানার এসআই টিপু সুলতান জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানতে পারেন নিহত আলমগীরের পরিবার কাউকে কিছু না বলিয়া লাশ নেত্রকোনার গ্রামের বাড়িতে নিয়ে যায়।