Sharing is caring!
চট্টগ্রাম ডেস্ক:
সুনীল সবিতা ফাউন্ডেশন এর উদ্যোগে মাস্টার সুনীল কান্তি দে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কানুরকিল রাঙ্গুনিয়া নিজ বাড়িতে ২৪ মার্চ ২০২৩ রোজ শুক্রবার মাস্টার সুনীল সবিতা শিক্ষাবৃত্তি ২০২৩ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর আবুল হাসান প্রাক্তন অধ্যক্ষ চট্টগ্রাম কলেজ। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক হিল্লোল বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য।মুখ্য আলোচক ছিলেন রাকেশ রায় চৌধুরী।বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ বিধান রায় চৌধুরী ,লায়ন সন্তোষ কুমার নন্দী ,লায়ন দিলীপ শীল,প্যানেল চেয়ারম্যান শফিঊল আলম তালুকদার ,ইউপি সদস্য ফিরোজা বেগম , প্রদীপ নন্দী ,ডাঃ বীরেন্দ্র লাল সুশীল, বাবু প্রদীপ কান্তি দে,প্রমুখ।সহকারী শিক্ষক ও প্রশিক্ষক হিন্দু ফাউন্ডেশন সুমন চক্রবর্তী এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।ফাউন্ডেশনের চেয়ারম্যান আশীষ কান্তি দে বলেন আমার বাবা গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের কে বই কিনতে না পরলে তাদেরকে বই কিনে দিত।এই উদ্দেশ্যকে সামনে রেখে বাবার মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর আমাদের এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান করে থাকি।আপনারা সবাই আশীর্বাদ করবেন আমরা যেন প্রতি বছর এই শিক্ষাবৃত্তি চালু রেখে যেতে পারি। বাবার প্রতিবছর শ্রাদ্ধ অনুষ্ঠানে গুণীজনদের শ্রদ্ধা জানাতে পারি।গরিব অসহায় মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা কার্যক্রম যেন বন্ধ না হয় আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে তা চেষ্টা করে যাব।