
ধোবাউড়ায় স্বাধীনতা দিবস উদযাপিত
তাপস সরকার, ভ্রাম্যমান প্রতিনিধী: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় যথাযোগ্য মর্যদা উদযাপিত হয়েছে । মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । রবিবার ভোরে পরিষদ চত্বর শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির প্ররাম্ভে । শহিদ মিনারে উপজেলা প্রশাসন , সরকারি বেসরকারি , বিভিন্ন দপ্তরের পক্ষে শহিদদের শ্রদ্ধা জানান ধোবাউড়া – হালুয়াঘাট আসনের সাংসদ জুয়েল আরেং এমপি । উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন , আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল , মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে অভিবাদন মঞ্চে উপস্থি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও নির্বাহী কর্মকর্তা নিশাত শারমীন , অফিসার ইনচার্জ টিপু সুলতান কুজকাওয়াজ অনুষ্টানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প , প কর্মকর্তা আবু সাঈদ , ডিজি এম আব্দুল আজিজ , কৃষি কর্মকর্তার গোলাম চরোয়ার তোষার , উপজেলা প্রকৌশলী আবুবকর ছিদ্দিক , পি আইও বেগম শাহীন , প্রাথমিক শিক্ষা অফিসার জহির রায়হান , আনসার ভিডিপি অফিসার নৃপেন্দ্র চন্দ্র ভর্মন , যুব উন্নয়ন অফিসার লায়লা হক প্রমূখ ।