Sharing is caring!
সাতকানিয়া প্রতিনিধি
মোহাম্মদ হোছাইন
দক্ষিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হিন্দু পাড়ার বাবু শুকলাল ড্রীম হাউজে
শ্রী শ্রী বাসন্তী পুজা-২০২৩ এর আয়োজন করা হয়েছে।আগামী ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৫ দিনব্যাপী উক্ত পুজা উদযাপিত হবে।বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক) লোহাগাড়া উপজেলা সংসদের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা বিশিষ্ট দানবীর বাবু শুকলাল শীল এ পুজার আয়োজন করেন।
৫ দিনব্যাপী অনুষ্টিতব্য পুজার প্রথম দিনে শ্রী শ্রী বাসন্তী দেবীর ষষ্ঠী বিহিত পুজা প্রশস্তা।সায়ং কালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।দ্বিতীয় দিনে শ্রী শ্রী বাসন্তী দেবীর নব পত্রিকা প্রবেশ,স্থাপন,সপ্তম্যাদি কল্পারম্ভ প্রশস্তা।তৃতীয় দিনে শ্রী শ্রী অন্নপুর্না পুজা,সন্ধি পুজা আরম্ভ।চতুর্থ দিনে শ্রী শ্রী বাসন্তী দেবীর নবমী বিহিত পুজা,নবমাত্রিক ব্রত সমাপ্ত।পঞ্চম দিনে শ্রী শ্রী বাসন্তী পুজার সমপনান্তি বিসর্জন প্রশস্তা।
উক্ত মহতী অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন বাবু শুকলাল শীল।