
মহানগর প্রতিনিধি, চট্টগ্রাম
সিয়াম সাধনার পবিত্র রমজান মাসকে সামনে রেখে দরিদ্র, হতদরিদ্র ও পথশিশুদের মাঝে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য রিটু দাশ বাবলুর উদ্দ্যোগে প্রতিবারের মত এবারো মাসব্যাপী সি আর বি, গোয়ালপাড়া, জুবলী রোড সহ আশপাশের এলাকায় উন্নতমানের সেহেরি বিতরণ করা হচ্ছে। উক্ত মাসব্যাপী সেহেরি বিতরন কার্যক্রমে আরো সহোযোগিতায় আছেন মোঃ ইসমাঈল -সংগঠক কোতোয়ালী থানা সেচ্ছাসেবকলীগ,

মোঃ রাকিব হোসেন -সংগঠক কোতোয়ালী থানা সেচ্ছাসেবকলীগ।, মোঃ আল আমিন -এান ও দূর্যোগ বিষরক সম্পাদক কোতোয়ালী থানা মুক্তিযুদ্ধ মঞ্চ,মোঃ নিঝুম সংগঠক ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ, মোঃ মেহেদী হাসান মুন্না সভাপতি রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ সহ প্রমুখ।