১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

নিউমোনিয়ায় আক্রান্ত চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৩
নিউমোনিয়ায় আক্রান্ত চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম

Sharing is caring!

নিউমোনিয়ায় আক্রান্ত চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম


মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম অসুস্থ হয়ে পড়েছেন। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গত চার দিন ধরে ভর্তি আছেন। ২৪ মার্চ (শুক্রবার) সকালে সংসদ সদস্যের মিডিয়া অ্যাম্বাসেডর মো. রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিগত কয়েক দিনে উনার নির্বাচনী এলাকা চাটখিল এবং সোনাইমুড়িতে পরপর অনেকগুলো প্রোগ্রাম করাতে তিনি অনেকটা দুর্বল হয়ে পড়েন। প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে বৃষ্টিতে ভিজার কারনে তিনি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েন এবং চার দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ডাক্তার বলেছেন নিউমোনিয়া হয়েছে। বর্তমানে আগের থেকে অনেকটা সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। চাটখিল-সোনাইমুড়ী বিভিন্ন নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন বলেন, এমপি সাহেবের জন্য আমরা দোয়া করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জনগণের সেবা করতে পারেন। এছাড়াও চাটখিল সোনাইমুড়িতে মসজিদে মসজিদে এই সংসদ সদস্যের জন্য দোয়া করানো হয়।