২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বরাবরে সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির ৬ দফা দাবির স্মারকলিপি

Weekly Abhijug
প্রকাশিত মার্চ ২৩, ২০২৩
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বরাবরে সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির ৬ দফা দাবির স্মারকলিপি

চট্টগ্রাম ডেস্ক:২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১টায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বরাবরে সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান করে।সড়ক খাতে কর্মরত শ্রমিকদের নিয়োগ পত্র, লাইসেন্স নবায়নে রি-টেস্ট প্রথা বাতিল করে বিলম্ব ফি (জরিমানা) মওকুফ ও ডোপ টেস্ট সহজিকরণ করা, সিএমপি ট্রাফিক প্রসিকিউশন কার্যালয় দালাল মুক্ত করতে নির্বাচন বিহীন মেয়াদোর্ত্তীন ও ভুঁইফোড় শ্রমিক-মালিক সংগঠনের নেতা নামধারী দালালচক্রের সদস্যদের আইনের আওতায় আনা। ১৭নং হিউম্যান হলার রুট সহ নগরীর আরটিসি অনুমোদিত বিভিন্ন সড়কে পারমিটের আবেদনে চলাচলরত হিউম্যান হলার ও থ্রি-হুইলার গাড়িগুলো দ্রুত সিলিং বৃদ্ধি করে পারমিট প্রদান এবং পারমিট না পাওয়া পর্যন্ত মহামান্য হাইকোর্টে বিচারাধীন মামলা নং- ৪৩১২/২২ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাফিক আইনে মামলা দেওয়া বন্ধ করা। কথিত ফেডারেশনের অন্তর্ভুক্ত সংগঠনের নেতৃত্বের বলয়ে চট্টগ্রাম জেলা ও নগরীতে বিভিন্ন সড়ক উপ-সড়কে প্রকাশ্যে ওয়েবিলের নামে চাঁদাবাজি বন্ধ, কেন্দ্রীয় ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির শীর্ষ নেতৃত্বে থাকা চিহ্নিত চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনা। চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক উপ-সড়কে অবৈধভাবে চলাচলরত সকল প্রকার অযান্ত্রিক অনুমোদনহীন বেটারী চালিত রিক্সা, ইজিবাইক উচ্ছেদ করে অযান্ত্রিক যানের মালিক এবং উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ। নগরীতে ফিটনেস ও নিবন্ধনহীন, নিলামে ক্রয়কৃত সকল প্রকার অবৈধ গাড়ি উচ্ছেদ করে চট্টগ্রাম জেলার নিবন্ধিত অটোরিকশা নগরীতে তথা কাপ্তাই রাস্তার মাথা, অক্সিজেন, চাক্তাই নতুন ব্রিজ এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা কতিপয় ট্রাফিক সার্জেন্টদের মামলার রসিদ ও টোকেন বাণিজ্য বন্ধ করতে হবে। নগরীতে পার্কিং ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত নো-পার্কিং প্রতিবন্ধকতার নামে টু-মামলার হয়রানি বন্ধ করা, নগরীতে চলাচলরত গাড়িতে গাড়ির কাগজপত্র হালনাগাদ থাকা স্বত্ত্বেও অকারণে টু-মামলা দিয়ে গাড়ি জব্দ বন্ধ ও সড়ক পরিবহণ আইনে জরিমানার ক্ষেত্রে রাজধানী ঢাকার ন্যায় সিএমপি ট্রাফিক বিভাগেও মামলার জরিমানা আদায়ে সমপরিমাণ অর্থ নির্ধারণ করার দাবিসহ ৬ দাবি সম্বলিত স্মারকলিপি প্রদানকালে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মহোদয় পরিবহণ শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটি উত্থাপিত দাবিগুলো যৌক্তিক এবং যথাযথ আইনী প্রক্রিয়ায় সমাধানের আশ্বাস প্রদান করে বলেন, আসন্ন রমজান ও ঈদ মৌসুমে যানজট নিরসন, ভাড়া নৈরাজ্য নগরীর শৃঙ্খলা রক্ষায় সড়ক পরিবহণ শ্রমিক লীগ নেতৃবৃন্দদের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আলী আকবর, সহ-সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, ১৭নং হিউম্যান হলার রুটে মালিকদের পক্ষে মহামান্য হাইকোর্টে পারমিট প্রদানের মামলার বাদী মো. সাইফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30