
চৌহালীতে ভূমিহীন গূহহীনদের মাঝে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালীতে আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার ভূমিহীন মাঝে
মুজিব বর্ষের অঙ্গীকার শেখ হাসিনার উপহার ,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসাবে চৌহালীতে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার সকালে চৌহালী উপজেলা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,চৌহালী থানা অফিসার্স ইনচার্জ মোঃ হারুন অর রশিদ প্রমুখ।
গৃহহারা গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করেন উপজেলা প্রশাসন, চৌহালী ,সিরাজগঞ্জ।