স্বপ্নের ঘর পেয়ে বেজায় খুশি যশোরের ৩৩৩ ভূমিহীন পরিবার
স্টাফ রিপোর্টার যশোর : চতুর্থ দফায় যশোরে জমিসহ ঘর পেয়েছেন ৩৩৩ ভূমিহীন পরিবার। এর মধ্য দিয়ে খুলনা বিভাগের ২৩ উপজেলা ও যশোরসহ দুই জেলা ভূমিহীনমুক্ত হলো।
বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভূমিহীনদের মধ্যে এসব ঘর প্রদান করেন। এ দিকে দুই শতক জমিসহ নতুন ঘর পেয়ে বেজাই খুশি ভূমিহীনরা। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। জানা গেছে, সারা দেশে ভূমি ও গৃহহীনদের জমিসহ ঘর দিচ্ছে সরকার। এ জন্য অবৈধ দখলে থাকা খাসজমি উদ্ধার করে আশ্রয়ণের ঘর নির্মাণ করেছে প্রশাসন। চতুর্থ ধাপে বুধবার জেলার ৮ উপজেলায় আরও ৩৩৩টি পরিবারের মধ্যে ভূমিসহ ঘর দেয়া হয়েছে। এর মধ্যে বাঘারপাড়ায় ৪৯টি ঘর, কেশবপুরে ৪৫টি ও শার্শায় ৪৬টি জমিসহ ঘর দেয় হয়। সকালে যশোর সদর উপজেলা হলরুমে ঘর হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়ে খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী ভূমিহীনদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, চতুর্থ ধাপে ঘর প্রদানের মধ্য দিয়ে যশোরের তিন উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত হয়েছে। পাশাপাশি খুলনা বিভাগের আরও ২০টি উপজেলা ও দুটি জেলাকে ভূমিহীনমুক্ত হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে তিন ধাপে যশোরে এক হাজার ৭৬১টি বাড়ি উপহার দেয়া হয়েছে ভূমিহীন ও অসহায়দের।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.