Song- চাকরিটা পেয়ে গেছি
Lyrics- তাপস কুমার বর
২১.০৩.২৩
_________________________
হারিয়ে গেছে আজ কেন?
নোনাবালির আঁকাবাঁকা পথ।
দূরত্বে আজ শুধু তোমায়
ডাকছে সারা সারা রাত।
নেই তুমি,
পাশে,
কোথায় গেছো হারিয়ে?
শুনছো...
চাকরিটা পেয়ে গেছি আমি
ভাঙা গিটার নিয়ে কান্নার হাটে....
নেই তুমি কেন আজ পাশে?
শোনোনি তুমি সে কথা....
একদিন যোগ্যের চাকরি হবে!
ছিলাম আমি বেকার
দূরত্বের তুমি আজ বহুদূরে।
ছেড়ে গেছো,
লোভ নিয়ে ধোঁকা খাওয়া চাকরি দোরে।
তাড়িয়ে দিয়েছো...,
একদিন-দুইদিন বন্ধ কারাগারে!
চাকরিটা পেয়ে গেছি আমি
ভাঙা গিটার নিয়ে কান্নার হাটে,
নেই তুমি কেন আজ পাশে?
পথ্য কেনা হয়নি,
যখন ছিলাম বেকার রাস্তার ধারে!
মা,কোথায়?
ছটপট করে হারিয়ে গেছে চোখের সামনে!
আমি ছিলাম বেকার হয়ে রাজপথে,
কান্নার বিন্দু মা,তোমায় শুধু ডাকে!
চাকরিটা পেয়ে গেছি আমি
ভাঙা গিটার নিয়ে কান্নার হাটে,
নেই তুমি কেন আজ পাশে?
শুনেছি কি এখন তুমি অন্যের ঘরে?
ধোঁকা খেয়ে খেয়ে কাঁদছো কেন বসে?
তখন ছিলাম আমি বেকার,
চাকরিটা হয়নি যোগ্য কপালে!
কাঁদছো কেন তুমি কাছে এসে?
এখন আমি পারবো না কিছু করতে!
চাকরিটা পেয়ে গেছি আমি
ভাঙা গিটার নিয়ে কান্নার হাটে,
নেই তুমি কেন আজ পাশে?
সয়েছি কত যন্ত্রণা,বেকার বলে
কেউ ছিল না সেদিন,তুমি ও বহুদূরে!
বাবা তুমি কোথায় গেছো হারিয়ে,
মায়ের আঁচলে কান্না কেন আসে?
আজ চাকরিটা কি হবে?
বলো,
ইচ্ছেগুলো ওই তারা হয়ে কাঁদছে বসে!
নেই,
কিছু নেই, সব হারিয়ে গেছে!
চাকরিটা পেয়ে গেছি আমি
ভাঙা গিটার নিয়ে কান্নার হাটে,
নেই তুমি কেন আজ পাশে?
বেকার তুমি কেন এতো সংগ্রাম করে?
চাকরিটা যদি জোটালে।
আজ সব হারিয়ে,
মৃত্যুর বয়স সামনে দাঁড়িয়ে!
কোথায় তোমার অবসর,
শান্তি নেই মনে।
মায়ের কোলে মাথা রেখে
পারিনি আমি ঘুমাতে!
হারিয়ে গেছে সব
ছিলাম যখন বেকার হয়ে।
চাকরিটা পেয়ে গেছি আমি
ভাঙা গিটার নিয়ে কান্নার হাটে,
নেই তুমি কেন আজ পাশে?
পেয়ে গেছি আমি চাকরি
যোগ্যের দাবি নিয়ে।
স্বপ্ন তুমি কোথায়?
মরে ও বেঁচে আছি জীবনে!
চৌরির চোরাবালি,
কি হবে এই চাকরি নিয়ে?
সব আজ হারিয়ে গেছে
সময় থাকতে থাকতে।
বোঝো,এই যোগ্যের দামে,
কত রাজপথে কান্না ভাসে।
মা,পারিনি বাঁচাতে,
পথ্য দেয়নি কেউ বেকার বলে!
চাকরিটা পেয়ে গেছি আমি
ভাঙা গিটার নিয়ে কান্নার হাটে
নেই তুমি কেন আজ পাশে?
°°°°°°°°°
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.