চট্টগ্রাম প্রতিনিধি:
প্রায় সাত বছর আগে চট্টগ্রাম মহানগরীতে আটশো বোতল ফেনসিডিল জব্দের ঘটনায় করা মামলায় রুহুল আমিন (৪২) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।২০ মার্চ সোমবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল ইসলাম ভূঁঞা এ রায় দেন। রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন নোয়াখালীর বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর বাস্তুহারা কলোনির ভাড়া বাসায় থাকতেন।আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার বিচারকাজ চলাকালে আসামি জামিনে গিয়ে পলাতক হন। তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি নগরীর বাকলিয়ার বাস্তুহারা কলোনিতে রুহুল আমিনের বসতঘরে অভিযান চালিয়ে আটশো বোতল ফেনসিডিল জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় রুহুল আমিন পালিয়ে যান।এ ঘটনায় অধিদপ্তরের মেট্রো অঞ্চলের পরিদর্শক মো. আবুল কাশেম বাদী হয়ে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করেন। পরবর্তীকালে রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ।মামলা তদন্ত শেষে ২০১৭ সালের ১১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক মো. ইব্রাহিম খান। ২০২১ সালের ৭ জানুয়ারি রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় দেন আদালত।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.