Sharing is caring!
মহানগর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে ১৭ মার্চ ২০২৩ ইং জাতীয় হিন্দু সম্মেলন ২০২৩ প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয়। হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত দাশগুপ্তের সভাপতিত্বে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীচারু ব্রহ্মাচারীর মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রী কমিটির মহাসচিব এ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক।উক্ত অনুষ্ঠানে হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা,মহানগর থেকে কিছু ত্যাগী পরিশ্রমী নিবেদিত কর্মীকে সেরা রত্ন সম্মাননায় ভুষিত করা হয়। তার মধ্যে বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক সুমন দে সেরা কর্মী নির্বাচিত হয়। তার হিন্দুত্ববাদী মনভাব সংগঠনের ত্যাগী কর্ম এবং সেরা সংগঠক হিসাবে সম্মানিত করা হয়। কেন্দ্রী মহাসচিব এ্যাডভোট গৌবিন্দ চন্দ্র প্রামানিক তার হাতে এই সম্মাননা স্বারকটি তুলে দেন।এই সময় আরো উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট বোয়ালখালী শাখার সভাপতি এ্যাডভোকেট স্বরূপ রায়, সিঃসহ-সভাপতি পন্ডিত সৃজন চক্রবর্তী, নির্বাহী সভাপতি জুয়েল দাশ, সহ- সভাপতি সুব্রত চৌধুরী, সহ-সভাপতি শৈবাল পাল, শিবু দত্ত, মিটুন দাশ, বাবলু দাশ (বিশু)শ্রীচরন বিশ্বাস, রুবেল চৌধুরী,চম্পক চক্রবর্তী, রাজেশ চৌধুরী, রুবেল ওয়াদ্দেদার, টিকলু সরকার প্রমূখ।