রাজধানীতে গোপন বৈঠককালে বিএনপির ৫৪ নেতাকর্মী আটক
স্টাফ রিপোর্টার ঢাকা মহানগর : রাজধানীর বনানী ক্লাবে অভিযান চালিয়ে গোপন বৈঠককালে বিএনপির ৫৪ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২০ মার্চ) ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রেজাউল হক সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। এস এম রেজাউল হক বলেন, রোববার (১৯ মার্চ) রাত ১টার দিকে বনানী ক্লাবে বিএনপির ৫৫ নেতাকর্মী গোপনে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছে— এমন খবর পেয়ে ডিবি তাদের আটক করে। অভিযানে ডিবির সঙ্গে বনানী থানা পুলিশও ছিল। এদিকে বানানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগরের বিএনপি নেতা মমিন আলী ও আবদুল কুদ্দুস ধীরনসহ ৫৪ জন রয়েছেন। দলীয় কার্যক্রম বেগবান করতে মমিন আলী মুন্সিগঞ্জ-১ আসনের ১৪ ইউনিয়নের স্থানীয় সব প্রতিনিধিদের নিয়ে আলোচনাসভাসহ নৈশভোজের আয়োজন করেছিলেন। ওই সময় তাদের আটক করা হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.