অনলাইন ডেস্ক আবহাওয়া : দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথায় কোথায় ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।নএ অবস্থায় ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে পারে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। রাজশাহীতে সোমবার দেশের সর্বনিম্ন ১৭.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। আর আগের দিন রোববার (১৯ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সোমবার দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে । এদিন সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। সোমবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া নেত্রকোনায় ৫০, সাতক্ষীরায় ৩৭, নওগাঁর বদলগাছীতে ৫০, সিলেট ও নীলফামারীর সৈয়দপুরে ৩৬, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জের তাড়াশে ৩১, দিনাজপুরে ৩০, নীলফামারীর ডিমলা ও কুড়িগ্রামের রাজারহাটে ২৭, রংপুরে ২৬, মাদারীপুরে ২৪, ময়মনসিংহ, কুমিল্লা ও পাবনার ঈশ্বরদীতে ২৩, রাজশাহী, খুলনা ও মৌলভীবাজা রের শ্রীমঙ্গলে ১৯, ঢাকা ও বাগেরহাটের মোংলায় ১৮, টাঙ্গাইল, বগুড়া ও নোয়াখালীর হাতিয়া ১৬, যশোর ও পটুয়াখালীতে ১৫, টাঙ্গাইল ও বরিশালে ১৪, খেপুপাড়া ও নোয়াখালীর মাইজদীকোর্টে ১১ এবং নোয়াখালীল সন্দ্বীপে ১০ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ফরিদপুর, পঞ্চগড়ের তেঁতুলিয়া, চট্টগ্রাম, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার, বান্দরবান, চুয়াডাঙ্গা ও ভোলাতেও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবাহওয়া অফিস। ঢাকায় সোমবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.