২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে আওয়ামী লীগের পরিবারের সন্মান হানির অভিযোগে সংবাদ সম্মেলন।

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২৩
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে আওয়ামী লীগের পরিবারের সন্মান হানির অভিযোগে সংবাদ সম্মেলন।

Sharing is caring!

জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে আওয়ামী লীগের পরিবারের সন্মান হানির অভিযোগে সংবাদ সম্মেলন।

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দবির হোসেন সরকার বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন। রোববার বিকেল সাড়ে ৪টায় সূরাবাড়ি রাইচ মিল এলাকায় ৫নং ওয়ার্ড কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কাউন্সিলর জানান, জাতির মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার অপরাধে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন জাহাঙ্গীর আলম। সেই বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুরের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আওয়ামী লীগ পরিবারের সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান হানি করে বক্তব্য দিচ্ছেন। যাহা গাজীপুরে মানুষের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এরই ধারাবাহিকতায় গত ১৮ই মার্চ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের জহুরা বেগম স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম। ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কাউন্সিলর দবির হোসেন সরকারের পরিবার ও তাকে নিয়ে এবং আওয়ামী পরিবারের সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করে বক্তব্য দেন। যা তার পরিবার ও তার দৃষ্টি গোচর হয়েছে এবং তার পরিবারের মান ক্ষুন্ন হয়েছে। এর তীব্র নিন্দা জানান তিনি। কাউন্সিলর এসময় আরো বলেন, তাকে ও তার পরিবারের উপর বাজে মন্তব্য করে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন। এবং দবির উদ্দিন সরকার তার পরিবারের বাপ,দাদা, চাচা, ভাইদের আওয়ামী লীগের সাথে জরিত রাজনৈতিক পরিচয় ও বঙ্গবন্ধু আদর্শের পরিচয় দিয়েছেন এবং তিনি বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম কে তার পরিবারের পরিচয় মিডিয়ার সামনে এসে বলার জন্য চ্যালেঞ্জ করেন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে।
সাংবাদিক সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, কাশিমপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন নান্নু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ জালাল উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল বেপারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।