
আবুল হাসনাত মিনহাজ
চট্টগ্রাম প্রতিনিধি
মহাব্বত নগর সমাজ উন্নয়ন সংস্থার আন্ত ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
উক্ত ফাইনালে ২ দল লড়াই করে ভাই ভাই বয়েজ ক্লাব বনাম টিম উপদেস্টা একাদশ
টিম উপদেস্টাকে ১ গোলে হারিয়ে জয় লাভ করে ভাই ভাই ক্লাব।
এইসময় তাদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় প্রধান অতিথি ৩৩,৩৪,৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড মহিলা কাউন্সিলর – লুৎফুন্নেছা দোভাষ বেবী বলেন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই খেলাধুলার আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীল কাজকর্মে যুক্ত রাখতে হবে। খেলাধুলার অনুপস্থিতির কারণে এখন তরুণেরা অনেক ক্ষেত্রে বিপথগামী হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত আসক্তির বিরূপ প্রভাবও পড়ছে আমাদের কিশোর-তরুণদের ওপর। সে জন্য এভাবে নানা ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলা চালু রাখা অত্যন্ত জরুরি।
খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। আমাদের সোনার ছেলেরা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করেছে। আজ আমরা গর্ব করে বলতে পারি খেলাধুলায় বাংলাদেশ পিছিয়ে নেই।
খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব।
অনুস্টানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন,লুৎফুন্নেছা দোভাষ বেবী মহিলা কাউন্সিলর ৩৩,৩৪,৩৫ নং বক্সির্হাট ওয়ার্ড।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ,সওকত ইসলাম সজল সহ সভাপতি বাকলিয়া বাস্তহারা বহুমূখী সমবায় সমিতি লিঃ
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,বাবু উত্তম কুমার সুশীল- সভাপতি-বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ
সভাপতিত্ব করেন-মোহাম্মদ ইসমাইল সিকদার-সভাপতি-মোহাব্বত নগর সজাজ উন্নয়ন সংস্থা।

বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন,
মোহাম্মদ সালাউদ্দীন- সাধারন সম্পাদক
বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমাবায় সমিতি লিঃ।
অরুন কান্তি দাশ- যুগ্ন সাধারন সম্পাদক বাকলিয়া বাস্তহারা বহুমূখী সমবায় সমিতি লিঃ
মোহাম্মদ ফারুক -অর্থ সম্পাদক বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমাবায় সমিতি লিঃ
মোহাম্মদ ইদ্রিস ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমাবায় সমিতি লিঃ
হাবিবুর রহমান হাবিব- বিশিস্ট্ ব্যবসায়ী।
মো আজমীর হোসেন,বিশিস্ট ব্যবসায়ী
সোহেল কুটুম সাংগঠনিক সম্পাদক বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ
আইয়ুব আলী- বিশিস্ট ব্যবসায়ী
মোহাম্মদ রাসেল ইমন -সভাপতি কর্ণফুলী ফুটন্ত ফুল একতা সংঘ।
সঞ্চালনা করেন ,মোহাম্মদ শহিদুল ইসলাম সুজন – সাধারন সম্পাদক মোহাব্বত নগর সমাজ উন্নয়ন সংস্থা।