
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই আকস্মিক ক্রিমিয়া সফরে পুতিন
আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই ক্রিমিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার নবম বর্ষপূর্তির দিনে আকস্মিক সফরে সেভাস্তপোলে হাজির হন পুতিন। সেখানে তিনি ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে ‘পুনরেকত্রীকরণের’ নবম বর্ষপূর্তি পালনের আয়োজনে অংশ নেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেন থেকে শিশুদের অপহরণের অভিযোগে যুদ্ধাপরাধের জন্য পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে একদিন আগেই। গ্রেফতারি পরোয়ানা জারির মাত্র একদিন পরই পুতিন মস্কো ছেড়ে বের হলেন। ক্রেমলিন আইসিসির গ্রেফতারি পরোয়ানা উড়িয়ে দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে ‘পুনরেকত্রীকরণের’ নবম বর্ষপূর্তি পালনের আয়োজনে ভিডিও কলে যুক্ত হবেন জানিয়েছিল তার মুখপাত্র। কিন্তু পরে পুতিনকে ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তপোলে হাঁটতে দেখা যায়।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এ সফরে পুতিন সেভাস্তপোলে একটি আর্ট স্কুল উদ্বোধন করেন এবং একটি শিশু পরিচর্যা কেন্দ্র পরিদর্শন করেন। সেভাস্তপোলের গভর্নর রাজভোঝায়েভ তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন নিজে গাড়ি চালিয়ে সেভাস্তপোলে পৌঁছান। এ ছাড়া পুতিন সেভাস্তপোলের প্রাচীন শহর টিউরিক চেরসোনিজের একটি প্রত্নতাত্ত্বিক উদ্যানও পরিদর্শন করেছেন। এর আগে, পুতিন ২০২০ সালে পূর্ণাঙ্গ সফরে ক্রিমিয়ায় গিয়েছিলেন। তারপর ২০২২ সালের ডিসেম্বরে তিনি ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত কের্চ স্ট্রেইট ব্রিজের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করতে মার্সিডিজ চালিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন।