Sharing is caring!
১ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
মোঃ জুনায়েদ হাসানঃ নেত্রকোণা সদর পুলিশ ফাঁড়ির অভিযানে ১হাজার ৭২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে জেলা শহরের কুরপাড় তিতাস গ্যাস অফিসের সামনে অভিযান চালিয়ে মেহেদী হাসান পরাগ (৩২) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
দেহ তল্লাশি চালিয়ে ১ হাজার ৭২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরাগ জেলার বারহাট্টা উপজেলার বারহাট্টা বাজার এলাকার আব্দুল কাদিরের পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।