Sharing is caring!
চট্টগ্রাম মহানগর
গত ১৭ মার্চ ২৩ ইং শুক্রবার বিকাল ৪ টায় চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো বেলাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো আলী আকবরের সষ্ণালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, বিশেষ অথিতি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো ওসমান গনি, বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির কার্যকরী সভাপতি মো আলমগীর, সিঃ সহ সভাপতি মো নাছির উদ্দীন, সহ সভাপতি মো রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো মামুন শাহরিয়ার, সহ -সাধারণ সম্পাদক মো সোয়েব শুভ, মো হুমায়ুন কবির, সহ সাংগঠনিক সম্পাদক মো আবু তাহের, শ্রমিক কল্যাণ সম্পাদক, আ ন ম নাছির উদ্দীন, সড়ক বিষয়ক সম্পাদক মো আবুল কালাম আজাদ মুন্সী, সদস্য আব্দুল হালিম আদু, মাহিন দে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ বাকলিয়া থানা কমিটির সভাপতি মো আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মো আজাদ, চান্দগাঁও থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মো জাফর প্রমুখ।