Sharing is caring!
চট্টগ্রাম মহানগর
জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদেরহাট চট্টগ্রাম জেলার উদ্যোগে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে শিশু সমাবেশ, চিত্রাংকন ও আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছের সঞ্চালনায় আগ্রাবাদস্থ সাউথ সিটি স্কুল এন্ড কলেজে আজ বিকাল ৪টায় উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদেরহাট চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক এস এ সম্রাট , ক্রীড়া সম্পাদক আলীম রেজা। বিভিন্ন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন লেখক ও সমাজ সেবক রাজিব চক্রবত্তী, মোঃ মামুনর রশিদ ও তুলি চক্রবত্তী।
উক্ত অনুষ্ঠানে মোট ১০০প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।