উনুয়ই মার্মা রুহি, বান্দরবান প্রিতিনিধিঃ
পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়ি, সকলে মিলে সুস্থ থাকি’ এ উদ্যোগকে সামনে রেখে বান্দরবানে ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে এডিস মশার বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ রোজ শনিবার ১৭ই আগস্ট সকালে বান্দরবান সদরের বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দুই ঘণ্টাব্যাপী এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে বাজারে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি জনগণদের সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন তারা।
অভিযানকালে বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করতে আমাদের সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। তিনি আরো বলেন, বান্দরবানে ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে এডিস মশার বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে এবং এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ সময় প্রত্যেক সংগঠনের এ ধরনের অভিযান পরিচালনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এডিস মশার বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার এ অভিযানে বান্দরবান বাজারের ১৪টি সংগঠন নিয়ে গঠিত বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিডি ক্লিন বান্দরবানের সদস্যসহ পুলিশ ও ব্যবসায়ীরা অংশ নেয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক গিয়াস উদ্দিন প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.