পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে 'টয়লেট টিস্যুর' সঙ্গে তুলনা মেদভেদেভের
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেন থেকে জোরপূর্বক রাশিয়ায় ইউক্রেনীয় শিশুদের স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে পুতিনের বিরুদ্ধে। তবে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে টয়লেট টিস্যুর সঙ্গে তুলনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
শুক্রবার (১৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে দিমিত্রি মেদভেদেভ এ তুলনা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ তার টুইটে লিখেন, আন্তর্জাতিক অপরাধ আদালত প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেছে। এটি নিশ্চিয় বলার দরকার নেই যে, এই পরোয়ানার কাগজ কোথায় ব্যবহার করা উচিত। বাক্যের শেষে মেদভেদেভ টিস্যু পেপারের ইমোজি ব্যবহার করেন। পুতিন ছাড়াও আইসিসি রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সিয়েভন লভোভা -বেলোভার বিরুদ্ধে ইউক্রেন থেকে শিশুদের জোরপূর্বক নির্বাসিত করার বিরুদ্ধে অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালত জানিয়েছে, অভিযুক্তরা ইউক্রেনের ভূখণ্ড থেকে জোরপূর্বক বেআইনিভাবে ইউক্রেনীয় শিশুদের রাশিয়ার ভূখণ্ডে স্থানান্তরের পেছনে দায়দায়িত্ব বহন করছে। এটি বিশাস করার যথেষ্ট যুক্তিসংগত কারণ রয়েছে। পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো সদস্য নয় এবং এর নির্দেশ মানতে বাধ্য নয়। রাশিয়া এ আদালতকে কোনো সহযোগিতা করে না। আন্তর্জাতিক আদালত থেকে আসা গ্রেফতারি পরোয়ানা আইনগতভাবে আমাদের কাছে ভিত্তিহীন।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে রাশিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র পার্লামেন্টের স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন বলেছেন, আইসিসির সিদ্ধান্ত পশ্চিমা হিস্টিরিয়ার প্রমাণ। রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের ওপর যে কোনো আক্রমণকে আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করি। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যভুক্ত দেশগুলোতে যেতে এখন পুতিন ভয় পাবেন কি না? এমন প্রশ্নের উত্তরে রুশ প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র দিমিত্রো পেসকোভ জানান, ‘আমরা আইসিসির সদস্য নই। রাশিয়ার কাছে এটি ভিত্তিহীন। এ বিষয়ে এর বেশিকিছু বলার নেই।’
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.