চট্টগ্রাম ডেস্ক:র্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাচালান ও প্রতারক চক্রের সদস্য বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অপেক্ষাকৃত কম মূল্যে সরবরাহ কৃত চাল, ডাল ,গম এবং অন্যান্য ভোগ্যপণ্য মজুদ করত: সেগুলো নিজ মালিকানাধীন পিকআপ ভ্যানে করে খুচরা ব্যবসায়ী ও পাইকারি বাজারে নুরজাহানসহ অন্যান্য কোম্পানির লেবেল ও লোগো ব্যবহার করে তা বাজারজাত করছে। যা ভোক্তাদের সাথে সম্পূর্ণ ভাবে অপরাধ জনক বিশ্বাস ভঙ্গের সামিল। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৪ মার্চ ২০২৩ইং চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন এলাকায় একটি খাদ্য গোডাউন এবং একটি পিকআপে রক্ষিত বিপুল পরিমান চোরাই পন্য জব্দসহ আসামী পারভেজ আলম (২৫), পিতা-মোঃ নুরুজ্জামান, সাং-খালপাড়, থানা-বন্দর, জেলা চট্টগ্রাম এবং মোঃ নুরনবী(১৯), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-বাড়াইল, থানা-বুড়িচং, জেলা কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে তারা দীর্ঘদিন যাবৎ সরকারি খাদ্য গুদামের চাউল অবৈধভাবে সংগ্রহ করে সরকারি খাদ্য গুদামের বস্তা পরিবর্তন করে নুরজাহানসহ অন্যান্য কোম্পানির লেবেল ও লোগো ব্যবহার করে পাইকারী ও খুচরা বাজারে বিক্রয় করে আসছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.