২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাতকানিয়া পৌরসভা এলাকায় ২ টি ডাম্প ট্রাকের মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত মার্চ ১৫, ২০২৩
সাতকানিয়া পৌরসভা এলাকায় ২ টি ডাম্প ট্রাকের মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা

Sharing is caring!

সাতকানিয়া প্রতিনিধি

মোহাম্মদ হোছাইন

১৫ মার্চ বুধবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী।
১৫ মার্চ বুধবার সকালে সাতকানিয়া পৌরসভা এলাকায় ২ টি ডাম্প ট্রাকের মালিককে গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আসামীদের কাছ থেকে তাৎক্ষণিক নগদে আদায় করা হয়েছে বলে জানান। অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের মৃত হাফেজ আহমেদ এর ছেলে মোঃ ওসমান (৬৪) ও কাঞ্চনা ইউনিয়নের আব্দুল মাবুদ এর ছেলে আব্দুল হক (৪০)।

অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।
অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।