সাতকানিয়া প্রতিনিধি
মোহাম্মদ হোছাইন
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এসআই প্রবীন দেব সঙ্গীয়
ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন কেওচিয়া ইউনিয়নের খুনি বটতল জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ লিটন শরীফ (৩০)কে রাত ২.১৫ টায় সময় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্ৰেফতার করা হয়। সেই গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার শরীফ বাড়ি এলাকার মোঃ নূর হোসেন শরীফের ছেল। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-২৩, -১৩-০৩-২০২৩ ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(খ) রুজু করা হয়।
এছাড়া সাতকানিয়া থানার বিভিন্ন ইউনিয়নে সাতকানিয়া থানার দায়িত্বপ্রাপ্ত এসআই ও এএসআই সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ফয়েজ আহামদের ছেলে, মোঃ জামশেদুল করিম চৌধুরী(২৮)কে গ্ৰেফতার করে,
কনকন দাশের ছেলে, রুবেল দাশ (৩৫)কে গ্ৰেফতার করে,
মৃত মোহাম্মদ আলমের ছেলে দেলোয়ার হোসেন (২৯)কে গ্ৰেফতার করে, মৃত জালাল হোসেনের ছেলে,আলী হোসেনকে গ্ৰেফতার করে,
মৃত হাজী শামসুল হকের ছেলে,মোঃ জসিম উদ্দিনকে গ্ৰেফতার করে,
আবদুল হাকিমের ছেলে,মোঃ মোশেদুল আলমকে গ্ৰেফতার করে,মোহাম্মদ নুরুল আনোয়ারের ছেলে,মোঃ রিদুয়ানুল হককে গ্রেফতার করে,মৃত আবদুল গফুরের ছেলে, মোহাম্মদ এনামুল হককে গ্রেফতার করে,
নাসির উদ্দিনের স্ত্রী, ফরিদা পারভীন (৩৯)কে গ্ৰেফতার করে, আবু বক্করের ছেলে,আঃ রহিম (২৫)কে গ্ৰেফতার করে, আব্দুস ছোবাহানের ছেলে,মোঃ শামসুকে গ্ৰেফতার করে, মৃত আবদুল গফুরের ছেলে,মোহাম্মদ এনামুল হককে গ্ৰেফতার করে,
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.