Sharing is caring!
মোহাম্মদ হোছাইন,সাতকানিয়া।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ নাহিদ আহমেদ সবুজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মোঃ মোশেদুল আলমকে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার সোনাকানিয়া ইউনিয়নের আছারতল এলাকার আব্দুল হাকিমের ছেলে।
এসআই মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আলী হোসেনকে গ্ৰেফতার করা হয়। সে সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের রহম বকসু মেম্মার বাড়ির মৃত জালাল হোসেনের ছেলে। অপরদিকে পারিবারিক জারী নং- ১৬/২২ এর পরোয়ানা ভুক্ত মোঃ জসিম উদ্দীনকে গ্ৰেফতার করা হয়। সে সাতকানিয়া থানার পৌরসভা ২নং ওয়ার্ড সামিয়ার পাড়া এলাকার মৃত হাজী শামসুল হকের ছেলে।
এসআই মোঃ মমিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মুহাম্মদ খায়ের আহম্মদকে গ্ৰেফতার করা হয়। সে সাতকানিয়া থানার চরতী ইউনিয়নের সুইপুরা এলাকার নুর মুহাম্মদের ছেলে। অপরদিকে
পরোয়ানা ভুক্ত আসামী দিল মুহাম্মদকে গ্ৰেফতার করা হয়। সে সাতকানিয়া থানার চরতী ইউনিয়নের তালগাঁও এলাকার মোঃ ইসমাইলের ছেলে।এএসআই মোঃ ইকবাল হোসেন এবং এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আব্দুল করিমকে গ্ৰেফতার করা হয়। সে সাতকানিয়া থানার কাঞ্চনা ইউনিয়নের আদর মিয়ার বাড়ির আশরাফ আলীর ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।