১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

দক্ষিণ বরুড়ায় সামাজিক কাজে ব্যস্ত সময় পার করলেন এ জেড শফিউদ্দিন শামীম।

প্রকাশিত মার্চ ১০, ২০২৩
দক্ষিণ বরুড়ায় সামাজিক কাজে ব্যস্ত সময় পার করলেন এ জেড শফিউদ্দিন শামীম।

Sharing is caring!


দক্ষিণ বরুড়ায় সামাজিক কাজে ব্যস্ত সময় পার করলেন এ জেড শফিউদ্দিন শামীম।


স্টাফ রিপোর্টার মোঃ জহির হোসেন: ১০ মার্চ ২০২৩, শুক্রবার। জনাব এ জেড এম শফিউদ্দিন শামীম, চেয়ারম্যান, এস কিউ গ্রুপ, বাংলাদেশ। : সকাল ৮:০০ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন নিজ বাড়ী আড্ডায় তার পর ১০.০০ সময়ে আল জামিয়াতুল ইসলামিয়া মোহাম্মদিয়া আজিজুল উলুম মাদ্রাসা পেরপেটি মাদরাসায় উপস্থিতি অভিভাবক,শিক্ষক, ছাত্র ও স্থানীয় এলাকা বাসীর সাথে মতবিনিময় করেন ১১:৩০আনাইদকোটা খানকায়ে ছালেহিয়া আশ্রাফিয়া দ্বীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স বরুড়া কুমিল্লা পরিদর্শন ও স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন,এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রব সভাপতি খানকায়ে ছালেহিয়া আশ্রাফিয়া দ্বীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স, মাওলানা এমরান প্রিন্সিপাল খানকায়ে ছালেহিয়া আশ্রাফিয়া দ্বীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স , মাষ্টার হারেছ পাটোয়ারী, মোঃ তুহিন পাটোয়ারী পরিচালক সহ হাজী সামছুল হক, কামাল পাটোয়ারী, হাজী আবুল বাসার,মাওলানা মামুন,মাওলানা আলাউদ্দিন হাজী আব্দুল লতিফ,হাজী মাষ্টার মমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।পরে ১;০০ ঘনকখুলী গ্রামে পাটোওয়ারী বাড়ী মসজিদে জুম্মার আদায় করেন, সময় মসজিদ কমিটির সহ হাজী সামছুল ইসলাম পাটোয়ারী ওয়ার্ড মেম্বার মিজান পাটোয়ারী ও সাইফুল ইসলাম পাটোয়ারী পরে ২:০০ মধ্যন্হ বিরতি। ৩:০০ আশ্বদিয়া বাজারে সাউথ বাংলা এগ্রিকালসার ও সমবায় ব্যাংক লি: এর এজেন্ট ব্যাংক শাখার শুভ উদ্বোধন করেন। এই সময়ের স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর, আড্ডা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, শাকপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান খোসবাশ উওর ইউনিয়ন, শাহ আলম, সাবেক চেয়ারম্যান চিতড্ডা ইউনিয়নের মনিরুজ্জামান জামাল, সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ, মেম্বার এসোসিয়েশন কুমিল্লা জেলার সভাপতি জহিরুল ইসলাম,বরুড়া উপজেলার আনোয়ার হোসেন ভুঁইয়া, মাওঃ হারেস আহমেদ, মোঃ নজরুল ইসলাম, মাওঃ এমরান হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা রুহুল আমিন পাটোয়ারী, মিজানুর রহমান মুন্সি, বিশিষ্ট সমাজসেবক আব্দুল বাতেন সাওদাগর, (মহিদপুর) কাউসার হোসেন মেম্বার, ।