
খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যা বললেন কাদের
শেখ তিতুমীর ঢাকা : মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়া রাজনীতি বা নির্বাচন করবেন কি-না সে বিষয়টি আদালতের ব্যাপার। শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজী মুহম্মদ মুহসীন হলের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের গণআন্দোলনে ভাটা পড়েছে; নেতা-কর্মীরা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। তাই আবোল তাবোল বকছেন। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। এদিকে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে মন্ত্রীরা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যামট্যাব) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে তিনি বক্তব্য দেন। গয়েশ্বর বলেন, আমরা বেগম জিয়ার স্থায়ী মুক্তি চাই। খালেদা জিয়া নির্দোষ। তিনি মুক্তি পাওয়ার পর বিদেশে নাকি দেশে চিকিৎসা করবেন, এটা একান্ত তার নিজস্ব ব্যাপার। এখানে আগ বাড়িয়ে আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেন, তা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর পাঁয়তারা ছাড়া কিছু নয়। এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে। আমি জানতে পেরেছি যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ভাই শর্তযুক্ত মুক্তির আবেদন করেছেন। সেটি আইন মন্ত্রণালয়ে এসেছে। তবে আমার কাছে এখনও আসেনি। ফাইলটি দেখার পর আমি জানাতে পারব।তার (খালেদা জিয়ার) পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। আমি যেটা মনে করি, আগে যে শর্ত ছিল সেটিই থাকবে। তার বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন আসেনি। মন্ত্রী বলেন, তার বিদেশে চিকিৎসার বিষয়টি আগের শর্তে নেই। তাকে বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করা হয়েছে বলে যে সংবাদ এসেছে, তা সত্যি নয়। এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া গত মাসের শেষ দিকে আনমন্ত্রী বলেছিলেন, খালেদা জিয়ার রাজনীতি বিষয়ে সরকার হস্তক্ষেপ করবে না। তবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি নেত্রী অংশ নিতে পারবেন না।