১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ঢাবির প্রথম ছাত্রীর নামে কলাভবন পরীক্ষার হলের নামকরণ

প্রকাশিত মার্চ ৯, ২০২৩
ঢাবির প্রথম ছাত্রীর নামে কলাভবন পরীক্ষার হলের নামকরণ

Sharing is caring!


ঢাবির প্রথম ছাত্রীর নামে কলাভবন পরীক্ষার হলের নামকরণ


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের পরীক্ষার হলের নামকরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগের নামে। আজ বৃহস্পতিবার দুপুরে কলা ভবনের পঞ্চম তলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই নামকরণ করেন।ওই সময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জেরিন আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ঢাবির প্রথম ছাত্রী লীলা নাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ১৯২১ সালে ইংরেজি বিভাগে ভর্তি হন লীলা নাগ। তিনি শিক্ষাজীবন শেষে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেন এবং সামাজিক রূপান্তর ঘটানোর ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করেন। নারী শিক্ষা, নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের মধ্যে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি দীপালি সংঘসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। যা বাঙালি নারী সমাজে ব্যাপক জাগরণ সৃষ্টি করে।