অনলাইন ডেস্ক: এক বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ। অন্যদিকে রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এতে করে ইউক্রেনের ভূখণ্ডে পরোক্ষভাবে অনেকটা পশ্চিমাদের বিরুদ্ধেই লড়ছে মস্কো।এমন অবস্থায় অনেকেই বিভিন্ন সময় রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সরাসরি সংঘাতের শঙ্কা প্রকাশ করেছেন। তবে মার্কিন এক গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে সরাসরি সামরিক সংঘাত চায় না রাশিয়া। খবর রয়টার্সের।প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রকাশিত অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে- রাশিয়া ‘সম্ভবত যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনীর সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষ চায় না, তবে এটি ঘটার সম্ভাবনা রয়েছে।’
বার্তা সংস্থাটি আরও বলছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার উসকানিবিহীন আগ্রাসনে সৃষ্ট যুদ্ধ এমন একটি ঘটনা, যা পশ্চিমা দেশ ও চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে পুনর্নির্মাণ করছে এবং আরও বিস্তৃতভাবে অনিশ্চয়তাও সৃষ্টি করেছে।কারণ ইউক্রেনে চলমান এ যুদ্ধ রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সামরিক সংঘাতের ক্রমবর্ধমান বৃহত্তর ঝুঁকি বহন করছে। এটি এমন একটি ঝুঁকি যা বিশ্ব কয়েক দশক ধরে সম্মুখীন হয়নি।মার্কিন ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাশিয়ান নেতারা এখন পর্যন্ত এমন পদক্ষেপ নেওয়া এড়িয়ে গেছেন, যা ইউক্রেনের সীমানার বাইরে দেশটিতে চলমান সংঘাতকে ছড়িয়ে দেবে। তবে (ইউক্রেনীয় সীমানার বাইরে সংঘাত ছড়িয়ে পড়ার) এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে এখনো রয়ে গেছে।’
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.