Sharing is caring!
কক্সবাজারের উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে নূর হাবি ওরফে ডা. ওয়াক্কাস (৪০) নামের এক রোহিঙ্গা নেতাকে হত্যা করা হয়েছে। সোমবার (৬ মার্চ) দিনগত রাত ১টার দিকে ক্যাম্পের ব্লক-সি/৩ এর মৌলভী ইয়াছিনের শেডের সামনে গুলি করার পর মাথায় কুপিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।নিহত রোহিঙ্গা নেতা নূর হাবি ওরফে ওয়াক্কাস রফিক ৯ নং ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন।
স্থানীয় ও নিহতের পরিবারের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ২৫ থেকে ৩০ জনের একটি মুখোশধারী দুর্বৃত্তের দল হঠাৎ রোহিঙ্গা নেতাকে গুলি করে ও কুপিয়ে করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে এনজিও আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, কী কারণে হত্যাকাণ্ড, তা তাত্ক্ষণিক জানা যায়নি। তবে সাধারণ রোহিঙ্গাদের ধারণা, গত রোববার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বালুখালী এলাকার ক্যাম্প-১১, ১০ ও ৯ নম্বর এলাকায় হতাশা ও আতঙ্ক বিরাজ করছিল। অভিযোগ আসছিল কথিত আরসার সদস্যরাই সংঘবদ্ধভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে প্রশাসনের করা তদন্ত টিম অসুনন্ধানের কাজ শুরু করেছে। তদন্তে আরসার সক্রিয় সদস্যদের নাম আসতে পারে- এটা মাথায় রেখে সবার চিন্তাকে ভিন্নদিকে প্রভাবিত করতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের স্বজনদেরও দাবি, ৯ নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়।নাম প্রকাশ না করার শর্তে একাধিক রোহিঙ্গা জানান, ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আরসা সদস্যদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে মাঝিসহ সাধারণ রোহিঙ্গারা। এখন প্রতিবাদকারীদের টার্গেট করে হত্যা করছে আরসা সদস্যরা। ডা. ওয়াক্কাস নিহতের পর অন্য প্রতিবাদকারীরা টার্গেটে রয়েছে ভেবে আতঙ্কে রয়েছেন তারা। ফলে অগ্নিকাণ্ডের পর হত্যার খড়গ মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে সামনে দাঁড়িয়েছে বলে মনে করছেন রোহিঙ্গারা।