Sharing is caring!
সৌমেন সরকার, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া প্রায় ২ বছর ধরে গোপনে কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন সদস্য সংগ্রহ করে চরাঞ্চল ও পাহাড়ে সশস্র প্রশিক্ষণ দিয়ে থাকে তারা।চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার চার সদস্যকে আটক করেছে র্যাব-৭। বুধবার (১ মার্চ) দুপুরে নগরীর চান্দগাঁওস্থ র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে জঙ্গিদের গ্রেপ্তারের বিষয়টি জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে র্যাব-৭ এর একটি দল জঙ্গিদের আটক করে। র্যাব জানায়, চট্টগ্রামের পটিয়া থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ ৪ জঙ্গিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠনের আদর্শে উদ্ধুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহীনে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেয়। গ্রেপ্তারকৃতরা জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ও সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। আল মঈন জানান, বান্দরবানের গহীন জঙ্গল থেকে চার জঙ্গি চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে বলে খবর আসে। মঙ্গলবার রাতেই র্যাবের একটি দল পটিয়া বাইপাস এলাকায় একটি সিএনজি অটোরিকশা থেকে জঙ্গিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চাঞ্চল্যকর ভিডিও কনটেন্ট জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।এর আগে গত বছর ২২ অক্টেবর র্যাব এই জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্ট এবং জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ায় জড়িত অভিযোগে পাহাড়ের একটি ‘বিচ্ছিন্নতাবাদী’ সংগঠনের ৩ সদস্যসহ ২২ জনকে গ্রেপ্তার করে।সেখান থেকে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সাত সদস্য এবং পাহাড়ের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্যকে গ্রেপ্তার করে।