মোঃ শফিকুল ইসলাম সবুজঃ টাঙ্গাইলের নাগরপুর বেড়কা বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বেড়কা বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কহিনূর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বেড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত হোসেন মোল্লা, গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন, সলিমাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফ উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য প্রভাষ চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিতোষ তরফদার প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
প্রকাশ কর্তৃক : ‘এডভানসড প্রিন্টং’ক-১৯/৬, রসুলবাগ,ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা - ১২১৯। ইমেইল: abhijug@gmail.com