Sharing is caring!
চাটখিলে মহান একুশে উপলক্ষ্যে সাপ্তাহ ব্যাপী বইমেলা উদ্বোধন
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে (১৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে সাপ্তাহ ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি।
এই উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহিন, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এইচ এম ইব্রাহিম এমপি সাবেক ডিসি মোহাম্মদ হাসান কে নিয়ে লেখা আলোর পথযাত্রী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং প্রতিটি স্টল পরিদর্শন করেন।