২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধাদের পাশে নোয়াখালীর পুলিশ সুপার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৩
মুক্তিযোদ্ধাদের পাশে নোয়াখালীর পুলিশ সুপার

Sharing is caring!

মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী জেলা ইউনিট কমান্ড, নোয়াখালী জেলা শাখার ৩য় তলায় নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম (বার) উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর নেন। ১২ ফেব্রুয়ারি বিকেলে তিনি এখানে আসেন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, মোঃ আতিকুর রহমান, জামাল উদ্দিন বাবুলসহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যরা পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এরপর আয়েজিত সংক্ষিপ্ত এক আলোচনা সভায়

পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানিত ব্যক্তি। কোন মুক্তিযোদ্ধা আমার নিকট কোন সমস্যা নিয়ে আসলে সমাধানে সবাত্নক চেষ্টা করি। তিনি বলেন, আমি নোয়াখালী জেলায় যোগদানের পর প্রত্যেক থানার ওসিদের নির্দেশ দিয়েছি মুক্তিযোদ্ধারা কোনো সমস্যা নিয়ে আসলে দ্রুত গতিতে সমাধান করার জন্য। শহিদুল ইসলাম পিপিএম বলেন, আপনাদের মুক্তিযোদ্ধাদের কর্মকান্ড স্মৃতি হিসেবে থাকবে, আগামী প্রজন্ম অনুসরন করবে। পুলিশ সুপার বলেন,পুলিশ লাইন্স নোয়াখালীতে বঙ্গবন্ধু ম্যুরাল (চেতনায় বঙ্গবন্ধু) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা (মুক্তিযোদ্ধারা) উপস্থিত থাকবেন। বঙ্গবন্ধু ম্যুরাল আগামী মার্চ মাসের যেকোন দিন উদ্বোধন করার আগ্রহ প্রকাশ করেন তিনি।