২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রামের ৩৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী অনুষ্ঠানে বলেন মানুষ কে ভালোবাসা, মানুষের কল্যাণে কাজ করা,প্রতিটি ধর্মের এই হলো মুল মন্ত্র-দীপংকর তালুকদার এমপি

প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৩
শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রামের ৩৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী অনুষ্ঠানে বলেন মানুষ কে ভালোবাসা, মানুষের কল্যাণে কাজ করা,প্রতিটি ধর্মের এই হলো মুল মন্ত্র-দীপংকর তালুকদার এমপি

Sharing is caring!

জগদীশ দেবনাথ রাজস্থলী:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, বলেছেন মানুষ কে ভালোবাসা, মানুষের কল্যাণে কাজ করা,ধর্মীয় এমন স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছে। বর্তমান সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারছে।রাঙামাটি জেলায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপি শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতাযজ্ঞ সনাতন ব্রহ্ম গায়ত্রী যজ্ঞ,সনাতন ঋষি আশ্রমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের প্রথম দিন ১০ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার সকাল থেকে শুরু হয় সনাতন দীক্ষা দান, বিশ্বশান্তি শ্রী শ্রী সনাতন ব্রহ্ম গায়ত্রী মহাযজ্ঞ, ভজন সংগীতা অনুষ্ঠান, মহা সনাতন ধর্ম সম্মেলন। দুই দিন ব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজের সভাপতিত্বে আয়োজিত সনাতন ধর্ম মহাসম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,জেলা আওয়ামী লীগের সদস্য রাখাল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য থোয়াইচিমং মারমা, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মউচিং মারমা, উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুজিত কর টিপু, কুতুরিয়া পাড়া শিব মন্দির ও সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা পুলক চৌধুরী, দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, পুলক সাহা,নয়ন চৌধুরী। বাঙ্গালহালিয়াসহ রাঙ্গুনিয়া, চন্দ্রঘোনা, কাপ্তাই, রাঙামাটি,বান্দরবান থেকে শত শত ভক্তের সমাগমের পাশাপাশি সাধু সন্নাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উৎসব উদযাপন পরিষদ,জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা এবং রাজস্থলী উপজেলা শাখাও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। বিকালে সনাতন সংগীতানুষ্টানে গান পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার ও সুরকার অর্জুন বিশ্বাস, টিভি ও বেতন শিল্পী সুজন ঘোষ প্রমূখ। ‌
বিশিষ্ট গীতিকার ও সুরকার ইত্যাদি খ্যাত শিল্পী অর্জুন বিশ্বাস জননেতা দীপংকর তালুকদার এমপিকে নিয়ে একটি গান পরিবেশন করেন।দুপুরে আনন্দ ভোগে  মহাপ্রসাদ বিতরণ হয়।