Sharing is caring!
রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলা বাঙ্গালহালিয়া রাজস্থলী উপজেলায় সুরম্য পর্বত চুড়ায় মাধুর্য্য মন্ডিত পরমেষ্টি মহা আর্চায্যদেব শ্রী শ্রীমৎ স্বামী সনাতন ঋষি কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে দুই দিনব্যাপী সনাতন ব্রহ্ম , মহা সনাতন ধর্ম সম্মেলন, সনাতন দীক্ষাদান,ভজন সংগীতানুষ্ঠান ও গীতিনাট্য অনুষ্ঠান প্রেম মাধুর্য্য মন্ডিত ভাবে অনুষ্ঠিত হচ্ছে।১০ ফেব্রুয়ারি শুক্রবার ১১ ফেব্রুয়ারি শনিবার ২০২৩ ইংরেজি ২৬,২৭ মাঘ ১৪২৯ বাংলা। প্রতিটি পর্বে মাঙ্গলিক অনুষ্ঠানের সাথে দুপুরে এবং রাতে আনন্দ ভোগে মহাপ্রসাদ বিতরণ।১০ ফেব্রুয়ারি শুক্রবার বিশ্বশান্তি শ্রীশ্রী সনাতন ব্রহ্ম গায়ত্রী মহাযজ্ঞ, মহা সনাতন ধর্ম সম্মেলন, উক্ত সম্মেলনে ব্যাসাসন উপবেশনে পরমেষ্টি মহা আচার্য্যদেব শ্রী শ্রীমৎ সনাতন ঋষি মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দীপংকর তালুকদার এমপি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন অংসুইপ্রু চৌধুরী জেলা পরিষদ চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা। এছাড়াও আরো রাষ্ট্রীয় ও প্রশাসনিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন, ধর্মীয় বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, রুপন চক্রবর্তী, অধ্যক্ষ মিলন কান্তি নাথ, রূপন ধর প্রমূখ। বিশেষ আকর্ষণ সনাতন সংগীতা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সুরকার ও গীতিকার অর্জুন বিশ্বাস। গীতিনাট্য পরিবেশনায় ঝুলন দত্ত ও তার দল। ১১ ফেব্রুয়ারি শনিবার বিশ্বশান্তি শ্রীশ্রী গীতা মহাযজ্ঞ ও মহাসনাতন ধর্ম সম্মেলন,উক্ত ধর্ম সম্মেলনে ব্যাসাসন উপবেশনে পরমেষ্টি মহা আচার্য্যদেব শ্রী শ্রীমৎ সনাতন ঋষি মহারাজ। প্রধান অতিথি হিসেবে থাকবেন নিখিল কুমার চাকমা চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উত্তম কুমার শর্মা ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বিশিষ্ট দানবীর আব্দুল কান্তি চৌধুরী, এছাড়াও বিভিন্ন রাষ্ট্রীয় প্রশাসনিক অতিথিবৃন্দ। ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উদয়মান ধর্মীয় বক্তা পলাশ কান্তি নাথ রনি, দীপেন সাহা প্রমুখ। সংগীত পরিবেশন করবেন ভজন ক্ষেপা লালন একাডেমী কুষ্টিয়া। গীতিনাট্য পরিবেশনায় ঝুলন দত্ত ও তার দল। অনুষ্ঠানের প্রতিটি পর্বে আপনাদের সবান্ধবে উপস্থিতি কামনা করে শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রম, উৎসব পরিচালনা পরিষদ ২০২৩, বিশ্ব সনাতন ধর্ম সংঘ, সেবক সেবিকাবৃন্দ।