Sharing is caring!
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: চাটখিল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপি চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে পাঠাভ্যাস কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির,বিশেষ অতিথি ছিলেন ড. আছিছুল আহছান কবীর।
স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ. এম. আলী তাহের (ইভু), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্ল্যা চৌধুরী,চাটখিল সরকারি কলেজের প্রভাষক মিহির দেবনাথ,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী,উপজেলা একাডেমির সুপারভাইজার মোহাম্মদ আমজাদ হোসেন প্রমূখ।
কর্মশালায় স্কিমভুক্ত ৪৮টি প্রতিষ্ঠান থেকে ১ জন প্রতিষ্ঠান প্রধান এবং ১ জন সংগঠক (সহকারী শিক্ষক/গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) মধ্যে মোট ৯০ জন অংশগ্রহণ করেন। অন্যান্যর মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন মো: রাশিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি ও সুহাস চিরান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি এবং জাকির হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। রিসোর্স পার্সন রিসোর্স পারসন মাহবুব হাসান, টিম ম্যানেজার, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি।