
নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট,টাপেন্ডাটলে সয়লাব ।
স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট, টাপেন্ডাটলে সয়লাব
ধামইরহাট থানার, আলমপুর ইউপির কয়েকটি গ্রাম।
স্থানীয় সুত্রে জানা যায় যে,জোত ওসমান, কাগজকুটা, বস্তাবর সহ আরও কয়েকটি গ্রামে নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট টাপেন্ডাটলে সয়লাব হয়ে গেছে।সীমান্তবর্তী গ্রাম হওয়ার ফলে হাতের নাগালেই পাওয়া যায় এই মাদকদ্রব্য। এই সহজলভ্যতার কারণে এলাকায় মাদকসেবিদের সংখ্যা অনেক বেড়ে গেছে, যার ফলে ছিচকে চুরি,অগ্নিসংযোগ, আরও অনেক উপদ্রব। স্থানীয়দের সাথে কথা বলে নাম না প্রকাশ করার শর্তে তারা জানিয়েছেন যে, এলাকায় বিভিন্ন পুকুরের ঘেরার ভিতর দিনে, রাতে সবসময় মাদকসেবন চলে,,,যদি কেউ প্রতিবাদ করে তাহলেই তার খড়ের গাদাই অগ্নিসংযোগ করে,অথবা বাড়িতে চুরি সংঘটিত করে। ইতিপূর্বে কয়েকজনের খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যে কারণে তাদের ভয়ে স্থানীয়রা মুখ খুলতে পারেনা। এলাকাবাসী অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।৷