Sharing is caring!
ফাতেমা আক্তার নবীনগর প্রতিনিধিঃ
আখাউড়া কেল্লা শাহ্ মাজার জিয়ারত করতে যাওয়ার সময় যমুনা নদীর ওপর নির্মিত কাঠের সেতু ভেঙ্গে নৌকা ডুবিতে তিন সন্তানের জননী আছিয়া আক্তার (৫৭) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার রঘুনাথপুর গ্রামে। বৃহষ্পতিবার সকালে নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নবীনগর উপজেলার পাশ্ববর্তী হোমনা উপজেলার রঘুনাথপুর গ্রামের খোরশেদ মিয়ার স্ত্রী তিন সন্তারের জননী আছিয়া আক্তারসহ ৩০ জনযাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি আখাউড়া খরমপুরের কেল্লা শাহ্ মাজার জিয়ারত করতে যাচ্ছিল। বৃহষ্পতিবার সকাল ৭টা দিকে উপজেলার রছুল্লাবাদ গ্রামের পূর্ব পাড়ায় যমুনা নদীর ওপর নির্মিত একটি কাঠের সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় দ্রুতগ্রামী নৌকাটি সেতুটি সাথে ধাক্কা খায়। এতে সেতু ভেঙ্গে পড়লে ওই নৌকাটি ডুবে যায়। নৌকার অনন্যযাত্রীরা তীরে উঠলেও আছিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যায়।