বেগমগঞ্জে কাপড়ের রঙ বেকারী পণ্যে ব্যবহার,৫০ হাজার টাকা অর্থদন্ড
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বেগমগঞ্জে নিষিদ্ধ কাপড়ের রঙ বেকারী পণ্যে ব্যবহার করায় একটি বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফেনী রোড পূর্ব বাজার এলাকার মধুকুল বেকারীকে নামে প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুকুল বেকারীতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে নিষিদ্ধ কাপড়ের রঙ বেকারী পণ্যে ব্যবহার করার সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সাথে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.শওকত আলী এবং বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, জরিমানার পাশাপাশি ঐ বেকারী মালিককে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.