Sharing is caring!
নতুন নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বরণ
তাপস সরকার,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ধোবাউড়ায় নতুন নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বরণ করা হয। রবিবার সকালে উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির আয়োজনে তাদের বরণ করা হয়েছে।
প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত (৮০) জন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী দিয়ে বরণ করা হয।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম তিনি বলেন বর্তমানে সরকার বাংলাদেশকে উন্নত শিল গড়ে তোলার লক্ষ্যে শিশুদের জন্য উন্নত মানের শিক্ষার সুযোগ করে দিয়েছেন। আর সেই শিক্ষা চড়িয়ে দেওয়ার মূলে রয়েছেন প্রথমিক শিক্ষক গণ। প্রথমিক শিক্ষকগণি পারেন দেশ ও সমজের শিশু দের সুশিক্ষা দিয়ে দেশ ও জাতির উন্নতির বিকাশ ঘটাতে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হেলাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খতুন, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার জহির উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, গামারীতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, পোড়াকান্দুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তালুকদার বকুল।