খিলপাড়ায় আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া মৌজার হাল খতিয়ান ৩৫৭ ও ৫০১ নং এর সম্পত্তি নিয়ে অভিযোগকারী রহমত উল্লাহ ৪০ পিতাঃ মৃত আমিন উল্লাহ সাং খিলপাড়া মমিন উল্লাহ বাড়ী ও তার ভাইদের সাথে দীর্ঘদিন থেকে আদালতে মামলা চলমান রয়েছে।
চলমান মামলা নং ৪১২৫/১৩ এবং আফিল মামলা নং ৭৪/১৯ কিন্তু বিগত ০৪/০২/২৩ ইং তারিখ থেকে অভিযুক্ত ছিদ্দিক উল্লাহ ৭০ পিতাঃ মৃত হাবিব উল্লাহ, মোঃ সেলিম ৪৫, কবির হোসেন লিটন ৩০, মোঃ সোহেল ২৫ সহ কতিপয় ব্যাক্তিদের নেতৃত্বে উল্লেখিত তারিখে আদালতের রায় অমান্য করে বিবাদমান জায়গায় জোরপূর্বক একটি ঘর নির্মাণ শুরু করে।
রহমত উল্লাহ ও তার ভাইয়েরা আদালতের রায়ের কাগজ হাতে নিয়ে কাজে বাধা প্রদানের চেষ্টা করলে অভিযুক্তরা আদালতের রায় অবজ্ঞা করে কাজ অব্যাহত রাখেন এবং রহমত উল্লাহ ও তার পরিবার কে নানা প্রকার হুমকি ধামকী প্রদান করেন এবং জোরপূর্বক জমি দখল চালিয়ে যাচ্ছেন।
উক্ত বিষয়টি রহমত উল্লাহ স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সাথে আলোচনা করে খিলপাড়া তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন।
বর্তমানে রহমত উল্লাহ ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.