
স্টাফ রিপোর্টার:বেলকুচি তামাই প্রভাকর বিদ্যানিকেতন স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে তামাই প্রভাকর বিদ্যানিকেতন স্কুলে মহাধুমদাম ও আনন্দের সহিত গান বাজনা নিত্য পরিবেশন কুচকাওয়াজ ও বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
(৪ জানুয়ারি) শনিবার সকালে প্রভাকর বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি সামসুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৫ বেলকুচি চৌহালী আসনের জাতীয় সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব আলী খাঁন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফজলার হোসেন তালুকদার, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, সাবেক চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাসানী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সোলায়মান মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বাবলু ফকির, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি খোকন তালুকদার সহ অত্র স্কুলের শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন।
পরে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।