Sharing is caring!
ক্ষুদ্র ও নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে টাঙ্গাইলে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান
মোঃ আলমামুন হোসেন টাঙ্গাইল :মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ( পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্ম সূচির আওতায় ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইল উপজেলা পরিষদে, উপজেলা প্রশাষন টাঙ্গাইল সদর, টাঙ্গাইল এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য টাঙ্গাইল -৫ (সদর)। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিনেন ১.জনাব শাহজাহান আনছারী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,টাঙ্গাইল সদর।
২. জনাব নাজমুন হুদা নবীন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ,টাঙ্গাইল সদর। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রানুয়ারা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার,টাঙ্গাইল সদর। অনুষ্ঠানে বক্তিতার শেষে প্রধান আতিথী, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি তুলেদেন।