৩০ শে জানুয়ারী কুম্ভমেলায় অনুষ্ঠান এ অংশ নিয়েছেন বিশ্বতান।
বিশেষ প্রতিনিধি চট্রগ্রামঃ উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় ছিলেন রুবেল চৌধুরী,অংকিতা আচার্য্য,রক্তিম,সুমি,অনিক, ফ্লোরেন্স,খোকন মালাকার,চন্দ্রিমা ভৌমিক প্রমুখ। সংগীত পরিচালনায় -তপন দাস ও অংকিতা আচার্য্য।
নৃত্যে ছিলেন - রশ্নি,পরী,সেতু,পূর্বা,সুইটি।।
নৃত্য পরিচালনায় - সেতু রায়
এই অনুষ্ঠানের মুল আকর্ষন নাটক- যুগ অবতার পরম পুরুষ শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ।। নাটক পরিচালনায় - প্রনব রঞ্জন চক্রবর্তী।।নাটকে অংশগ্রহণ করেন বিশ্বতান নাট্যকলা বিভাগের সদস্যরা।
সঞ্চালনায় ছিলেন অর্পিতা আচার্য্য,ও কনক বিশ্বাস।
উক্ত অনুষ্ঠানে ২য়বার অনুষঠান করার সুযোগ পেয়েছেন বিশ্বতান।।
আরও উপস্থিত ছিলেন বিশ্বতানের প্রধান উপদেষ্টা স্নিগ্ধা আচার্য্য,এম.ডি-মৌবনী বিশ্বাস,সভাপতি নরেন সাহা,সাধারণ সম্পাদক অর্পিতা আচার্য, অর্থ সম্পাদক কনক বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক চন্দ্রিমা ভৌমিক,সাংবিকতায়-সাংবাদিক মুন্নি আক্তার, সাংবাদিক জেসমিন জুঁই সহ অনেকেই উপস্থিত ছিলেন।।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.