
চাটখিলে মায়া অর্গানিক ফুড শোরুমে উদ্বোধন
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: বিশুদ্ধ খাবারের প্রতিশ্রুতি নিয়ে মায়া অর্গানিক ফুডের চাটখিল আজিজ সুপার মার্কেটে আজ বুধবার সন্ধ্যায় শোরুমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাবের আজীবন সদস্য সমাজসেবক রফিকউল্লাহ মনু, চাটখিল প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজার শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সাঈদ মাহমুদ তুষার ও স্থানীয় ব্যবসায়ী মাঈন উদ্দিন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আক্তার হোসেন।