১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

টাংগাইলের নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৩
টাংগাইলের নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে

Sharing is caring!

টাংগাইলের নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে

মোঃ শফিকুল ইসলাম সবুজ টাংগাইলঃ টাঙ্গাইলের নাগরপুরে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ২৮ জানুয়ারি সকালে শহীদ সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২২ জন ভোটারের মধ্যে ৩৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২১০ ভোট পেয়ে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রার্থী মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন ১৮৫ ভোট । নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুর রউফ ২য় বারের মতো ১৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১২১ ও মোঃ হারুন আর-রশিদ পেয়েছেন ৭৯ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মোঃ আবুল কাশেম মিয়া. সোহেল রানা, মোঃ কাউছার হামিদ, বাসুদেব রায়, সিদ্দিকুর রহমান, সহ-সম্পাদক মোঃ আরশেদ আলী , অর্থ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আনসারী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক রাম কৃষ্ণ চক্রবর্তী, প্রচার সম্পাদক মোঃ শোভন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার। নবনির্বাচিত সভাপতি মোঃ ফজলুর রহমান বলেন নাগরপুর উপজেলার সকল শিক্ষকদের কল্যাণে সততার সঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ। বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান নাগরপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি অভিনন্দন ও শুভেচ্ছা জানান।